বেনাপোলে মায়ের ফেলে যাওয়া শিশুকে বাবার কাছে ফেরত দিল পুলিশ

বেনাপোলে মায়ের ফেলে যাওয়া শিশুকে বাবার কাছে ফেরত দিল পুলিশ

যশোরের বেনাপোলে দুই বছরের শিশুকে তার মা ফেলে যাওয়ার পর  বেনাপোল পোর্ট থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। গত শুক্রবার শিশুটিকে উদ্ধারের একদিন পর শনিবার তার বাবার কাছে ফেরত দিল পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি বেনাপোল পৌর্ট থানার সাদিপুর গ্রামের কালু মিয়ার ছেলে আলিফ হাসান। 

বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে শিশুটিকে রেখে তার মা পালিয়ে যায়। চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন শিশুটিকে থানায় হস্তান্তর করে। পরে ওই শিশুর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে শিশুটির বাবার নজরে আসে। শিশু আলিফকে শনিবার তার বাবা সাদিপুর গ্রামের কালু মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির বাবা কালু মিয়া বলেন, তার স্ত্রী তাকে ফোন করে বলে ছেলেকে বেনাপোল বাজারে একটি চায়ের দোকানে রেখে সে চলে গেছে। পরে খবর নিয়ে কোথাও না পেয়ে তার এক আত্মীয়ের মাধ্যেমে জানতে পারি ছেলে বেনাপোল পোর্ট থানায় রয়েছে। ওই আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যেমে জানতে পেরে সংবাদ জানায়।  বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, শিশুটির বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দিলে তার হাতে শিশুকে হস্তান্তর করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password