২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সব রেকর্ড ছাড়ালো

২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সব রেকর্ড ছাড়ালো

দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হল আজ তাছাড়া মৃতের সংখ্যাতেও আজ দ্বিতীয়। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন।

আজ বোধবার (৩০জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছেনর ৮ হাজার ৮২২ জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১১৫ জনের মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ৪৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ১৯ জন ও বাসায় ৯ জন এবং হাসপাতালে আনার পথে ১ জন মারা যায়। একই সময়ে ৩৭ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৮২২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৮২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১৬ হাজার ২৫০ জনে। সুস্থ্যতার হার ৮৯.৩৮ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password