টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মনে করছেন ইমাদ ওয়াসিম

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মনে করছেন ইমাদ ওয়াসিম

আগামী অক্টোবর মাসে ওমান ও আরব আমিরাতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বাকাপ। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ২০১৬ সালে ভারতের মাটিতে। সেইবার দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিল ওয়েষ্ট ইন্ডিজ। ২০১৬ সালের মতো এবারও ভারতের মাটিতেই আসরটি আয়োজন হবার কথা ছিল কিন্তু করোনার কারণে ভারত থেকে সরিয়ে ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই সবার মনে প্রশ্ন জাগছে এবারের শিরোপা জিতার সম্ভাবনা কাদের বেশি। অনেকেই মনে করছেন আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কারণে এশিয়ার দেশগুলো এগিয়ে থাকবে। এছাড়া অনেক ক্রিকেট বিশ্লেষক ইংল্যান্ডের সম্ভাবনাও দেখছেন।

পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমতো সরাসরি বলেই দিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দেশ পাকিস্তান ফেভারিট। ৩২ বছর বয়সী ইমাদের মতে আমিরাতের কন্ডিশন এগিয়ে রাখবে তাদের। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাতকারে ইমাদ বলেছেন, ‘লম্বা সময় ধরে আমিরাতের কন্ডিশনে আমরা খেলছি। সেখানকার কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি আমরা। তাই স্বাভাবিক ভাবেই আমাদের জন্য ঘরের মাঠের মতো মনে হবে। এজন্যই বিশ্বকাপে আমরা ফেভারিট। এখন নিজেদের সেরাটা দিতে পারলেই হয়।’

কয়েকদিন আগে পাকিস্তান অধিনায়ক বাবর আযমও আরব আমিরাতে নিজেদের ফেভারিট বলেছেন। দীর্ঘ এক দশকের বেশি সময় আমিরাতকে নিজেদের হোম ভ্যান্যু বানিয়ে খেলার খেলার জন্য পাকিস্তানকে এগিয়ে রাখার কথা বলেছিলেন পাকিস্তান অধিনায়ক। আগামী ২৪ অক্টোবর পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারতের।

মন্তব্যসমূহ (০)


Lost Password