অভাবের সংসারে স্বামীর আত্মহত্যা

অভাবের সংসারে স্বামীর আত্মহত্যা
MostPlay

পাবনার চাটমোহর উপজেলায় সংসারের অভাবে শহিদুল ইসলাম (৪০) এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা (স্কুলপাড়া) গ্রামে হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে । মৃত শহিদুল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

মৃত শহিদুলের স্ত্রী বুলু খাতুন জানান, তাদের ৩ মেয়ে। ২ মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ের বয়স ১ বছর। অভাবের সংসারে তার স্বামী বাজার করা বা বাচ্চার জন্য দুধ পর্যন্ত কিনতে পারেননি। তার স্বামী ঠিকমতো কাজ না করতে পারায় সংসারও চালাতে পারছিলেন না।

শেষ পর্যন্ত তাকে বলেছিলেন বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য। ওই টাকা দিয়ে তিনি ভ্যান কিনতে চেয়েছিলেন। স্বামীর কথামতো তিনি বৃহস্পতিবার বাবার বাড়ি টাকা চাইতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন, স্বামী ঘরের দরজা বন্ধ করে ঘরের চালের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

কিন্তু শহিদুল এর চাচা আলেক হোসেন বলেন, সাংসারিক বিবাদের কারণে শহিদুলকে তার বউ গত এক সপ্তাহ ধরে ভাত দেয়নি। বৃহস্পতিবারও স্ত্রীর কাছে খাবার চাই। কিন্তু দেয়নি। উল্টো বকাবকি করেছে। মাঝে মধ্যে বউই ভাতিজাকে মারধর করত। এ বাড়ি ও বাড়িতে যা পেয়েছে তাই খেয়েছে।

ভাঙ্গুড়া থানার (ওসি) ফয়সাল বিন আহসান জানান, পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password