নীলফামারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

নীলফামারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক
MostPlay

নীলফামারীর সদরের লক্ষীচাপ ইউনিয়নের দুবাছড়ি বগুড়াপাড়া গ্রামে নুর বানু (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাত ১০টায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি রহস্যজনক হওয়ায় গৃহবধূর স্বামী ভ্যানচালক আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলার মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক দিন ধরে ওই গৃহবধূ জ্বরে ভুগছিলেন। ঘটনার দিন বুধবার বিকালে শাশুড়ির সঙ্গে নুর বানুর পারিবারিক সমস্যা নিয়ে ঝগড়া হয়। জেলা সদরের উত্তর চওরা গ্রামের নুর বানুর মা আকলিমার অভিযোগ, সন্ধ্যায় নুর বানুর স্বামী ভ্যান চালিয়ে বাড়ি এসে বচসার বিষয়ে অবগত হয়ে জ্বরে আক্রান্ত আমার মেয়েকে মারপিট করে আঙিনায় লাথি দিয়ে ফেলে দিলে নুর বানু মারা যায়। বুধবার রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারসহ নুর বানুর স্বামীকে আটক করে।

তবে নুর বানুর স্বামী জানান, স্ত্রীর প্রচণ্ড জ্বর ছিল। সন্ধ্যায় বাড়ি এসে জানার পর তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পথেই মারা যায় তার স্ত্রী। স্ত্রীকে মারপিটের ঘটনা মিথ্যা বলে তিনি দাবি করেন। নীলফামারী থানার ওসি আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে একটি জিডি ও জিজ্ঞাসাবাদের জন্য নুর বানুর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password