যশোরে স্ত্রীকে বালিশচাপায় হত্যা স্বামী শাশুড়ি গ্রেফতার

যশোরে স্ত্রীকে বালিশচাপায় হত্যা স্বামী শাশুড়ি গ্রেফতার

যশোরের চৌগাছায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় লাশ উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সুরাইয়া আক্তার আয়েশা যশোর সদর উপজেলার দিয়াপাড়ার ইলিয়াস হোসেনের মেয়ে। 

গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা পৌরসভার মাঠপাড়ার হাসানুর রহমানের ছেলে হাফেজ জুয়েল রানা ইমরান ও তার মা বিলকিস বেগম। নিহতের মা কুলসুম বেগম বলেন, এক বছর আগে আমার মেয়েকে বিয়ে দেই। স্বামীর সঙ্গে তার আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। রোববার ইফতারের ১০ মিনিট আগেও মেয়ের সঙ্গে আমার শেষ কথা হয়। এরপর রাত সাড়ে ৩টার দিকে প্রতিবেশীদের কাছে সুরাইয়ার মৃত্যুর সংবাদ পাই।

তিনি আরো বলেন, রাতে আমার মেয়েকে যখন ওর স্বামী আঘাত করছিল তখনও সে আমাকে কল দেয়। আমি রিসিভ করে বারবার হ্যালো বলি কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ পাইনি।  ওই সময়ও ভাবতে পারিনি আমার কলিজার টুকরাকে মেয়েকে এভাবে হত্যা করা হয়েছে। আমি বিচার চাই। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, রোববার রাত ২টার দিকে স্থানীয়দের কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সকালে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুরাইয়াকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি আরো বলেন, সুরাইয়াকে হত্যার পর ঘরের বাইরে বেরিয়ে সে আত্মহত্যা করেছে বলে চিৎকার করে লোক ডাকতে থাকে স্বামী ইমরান। পরে প্রতিবেশীরা ঘরে গিয়ে সুরাইয়ার লাশ দেখে সন্দেহ হলে থানায় সংবাদ দেয়। এ ঘটনায় নিহতের স্বামী জুয়েল রানা ইমরান ও তার মা বিলকিস বেগম গ্রেফতার করেছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password