বিশালাকৃতির পাইথনের আক্রমণ, তবুও কিছুই হলো না এই ব্যক্তির

বিশালাকৃতির পাইথনের আক্রমণ, তবুও কিছুই হলো না এই ব্যক্তির

বর্তমান বিশ্বে যতগুলো ভয়ঙ্কর প্রাণী রয়েছে তার মধ্যে অন্যতম পাইথন। সাধারণত এই সাপগুলো একেকটা বিশালাকৃতির হয়ে থাকে। এগুলো এতটাই ভয়ঙ্কর যে, গোটা একজন মানুষ কিংবা একটি বড় গরুকে গিলে খেয়ে ফেলতে পারে। সেই সাপের সঙ্গেই কিনা ভয়ডরহীনভাবে খেলা করছেন এক ব্যক্তি!

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানকার স্থানীয় রেপটাইল জু বা সরীসৃপ চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা মিস্টার ব্রিউয়ার। তিনি সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিওতে পাইথনের সঙ্গে খেলা করা ব্যক্তিটি তিনিই।

ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যায়, যে বক্সটিতে সাপটিকে রাখা হয়েছে সেটি সম্পূর্ণ খুলে দেয়া হয়েছে। অর্থাৎ ভয়ঙ্কর প্রাণীটিকে এক প্রকার উন্মুক্ত করে দেয়া হয়েছে। এমন অবস্থার মধ্যেই সাপটিকে একটি লাঠি দিয়ে খোঁচা দেন মিস্টার ব্রিউয়ার। তখনই তাকে পাল্টা আক্রমণ করে বসে পাইথন। অবশ্য তিনি নিজ অবস্থান থেকে সরে যাওয়ায় সাপটি কোনো ক্ষতি করতে পারেনি।

ভিডিওতে ব্যক্তিটি বলছেন, ওর থেকে চোখ সরিয়ে নেয়া হলেই আক্রমণ করে বসে। আমি যে তৈরি নয় তা বুঝতে পেরেই আক্রমণ চালিয়েছে সাপটি।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password