সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গার্মেন্টসে হামলা

সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গার্মেন্টসে হামলা

সীমানা প্রাচীরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর সদরের ভবানীপুর সোয়ান কম্পোজিট নামের একটি গার্মেন্টসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের খবর পাওয়া গেছে। এ সময় হামলায় কারখানার ২৫ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টায় গাজীপুর সদরের ভবানীপুর সাফারি পার্কের সড়কে সোয়ান কম্পোজিট গার্মেন্টসে এ হামলার ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার আকমাল হোসাইন জানান,পাশাপাশি দুটি কারখানা হওয়ায় এমএল ডাইং কারখানার সঙ্গে আমাদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। আজ হঠাৎ একদল এমএল ডাইং কোম্পানির ভাড়াটিয়া সন্ত্রাসীরা এমএল ডাইং কারখানার জিএম আতাউল্ল্যাহের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে কারখানার বিভিন্ন মালামাল ভাংচুরসহ লুটপাট চালায়।

অপরদিকে এমএল ডাইং কারখানার ম্যানেজার জামিল আহমেদ জানান, আমাদের ফ্লোরে রাখা দামি মেশিন জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সোয়ান কম্পোজিটের ম্যানেজার আকমাল হোসাইন। আমরা প্রতিকার চেয়ে শিল্প পুলিশ অবগত করলে পুলিশ এসে বিষয়টি দেখে যান। 

গাজীপুর সদর শিল্প পুলিশের ইনচার্জ আবু কাউছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভাংচুর ছাড়া লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।

জয়দেবপুর থানার ওসি মো. মামুন আল রশিদ জানান, কারখানায় ভাংচুরের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password