মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তম আর নেই

মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তম আর নেই
MostPlay

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বদিউল আলম। আজ সোমবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের নাতি আল আমিন সরকার। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

মুক্তিযুদ্ধের সময় আরও সাতজনকে সাথে নিয়ে গড়ে তোলের প্রথম নৌ কমান্ড, সম্মুখ যুদ্ধে রাখেন গুরুত্বপূর্ণ অবদান, তার জন্য তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন। গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password