কুয়াকাটায় ৪ ট্রলারসহ ১৬ জেলে আটক

কুয়াকাটায় ৪ ট্রলারসহ ১৬ জেলে আটক

পটুয়াখালীর কুয়াকাটায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৪ টি মাছ ধরা ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।


গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ মন ডাডী মাছ ও ১ লাখ মিটার ঘঁন ফাসের জাল জব্দ করা হয়।


পরে রাত এগারোটার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ট্রলারের মালিক আসাদুলের কাছ থেকে ২০ হাজার টাকা, মোশারেফের কাছ থেকে ২০ হাজার টাকা, আলামীনের কাছ থেকে ২০ হাজার টাকা ও হানিফের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।


আটকৃত জেলেদের কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয় এবং ট্রলার ও জাল নিষেধাজ্ঞা কালীন সময় পর্যন্ত জব্দ করে রাখা হয়।

 

কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ট্রলার ও জেলেদের আটক করা হয়েছে। নিষেধাজ্ঞা কালীন সময়ে সমুদ্রে নৌ-পুলিশের টহল জোরদার থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password