টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের মেন্টর ডুমিনি

টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের মেন্টর ডুমিনি

কয়েকদিন আগেই ভারতীয় দল আসন্ন টি-টুয়েন্টি এমএস ধোনিকে মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে। এমএস ধোনির অভিজ্ঞতা ও ড্রেসিংরুমে তার জনপ্রিয়তা ভারতীয় দলের জন্য অনেক উপকার হবে বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ড যেন সেই পথেই হাটলো। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া জেপি ডুমিনিকে বিশ্বকাপ দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে ক্রিকেট দক্ষিন আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে তিন জন রিজার্ভ খেলোয়াড়ও রাখা হয়েছে। আর পরামর্শক বা মেন্টর হিসেবে থাকবেন জেপি ডুমিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আশা করছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে ডুমিনির মতো অভিজ্ঞ একজনের পরামর্শে দলের তরুণরা উপকৃত হবে।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ৪৬টি টেস্ট, ১৯৯টি ওয়ানডে ও ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর বাইরে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলোতেও নিয়মিত খেলেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password