বছরে ছাড় ৪০০০ ডলার

বছরে ছাড় ৪০০০ ডলার

আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ মর্টগেজ হ্রাস কর্মসূচি চলছে—এ কথা হয়তো নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনেক বাড়ির মালিকই জানেন না। কংগ্রেস মর্টগেজ রিলিফ প্রোগ্রামের (কংগ্রেস কর্তৃক মর্টগেজ পরিত্রাণ কর্মসূচি) বিশেষ কর্মসূচির অধীনে বাড়ির মালিকেরা বছরে সর্বোচ্চ ৪ হাজার ২৬০ ডলার বা মাসে ৩৫৫ ডলার হারে মাফ পেতে পারেন। নির্ধারিত সময় ফুরিয়ে যাওয়ার আগেই বাড়ির মালিকেরা পরিত্রাণ পাওয়ার যোগ্যতা যাচাই করে নিতে পারেন।


২৪ ফেব্রুয়ারি প্রাপ্ত তথ্য অনুসারে, গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বাড়ির মালিকদের প্রতি সুযোগের সদ্ব্যবহারে তৎপর হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এ কর্মসূচির মেয়াদ যেকোনো সময় ফুরিয়ে যেতে পারে। তবে একবার তালিকাভুক্ত হলে যেকোনো সময় একজন বাড়ির মালিকের জন্য মর্টগেজ মওকুফের সুযোগ আসতে পারে।
মাসিক সাশ্রয় যাচাইয়ের জন্য যা যা লাগবে তা হলো বয়স নির্বাচন করা। বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার পর বাড়ির মালিক জানতে পারবেন, তার কত সাশ্রয় হবে। প্রক্রিয়াটি অত্যন্ত সহজ।

বিডিটাইপ সংবাদের লেখক হতে পারেন আপনিও। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, ভ্রমণ অভিজ্ঞতা, ক্যাম্পাসের খবর, তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা পাঠান: [email protected] ই-মেইলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password