টিকা পাওয়া নিয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সফলতা

টিকা পাওয়া নিয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সফলতা
MostPlay

ভারত থেকে আমদানিকৃত টিকা সময়মতো না পাওয়ায় বাংলাদেশের করোনার টিকা পাওয়া নিয়ে সংকট তৈরি হয়। এরপর দেশে হঠাৎ করোনা সংক্রমন ও মৃত্যু আশংকাজনকহারে বেড়ে যায়। কিন্তু বাংলাদেশ সরকারের জোর চেষ্টা আর কূটনৈতিক সফলতায় সেই সংকট অনেকাংশেই কেটে গেছে।বাংলাদেশ সরকারের বিভিন্ন উৎস থেকে টিকার ক্রয়, প্রাপ্তি এবং মজুদ সংক্রান্ত তথ্য পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ 

ক) অক্সফোর্ড - এস্ট্রাজেনেকাঃ মোট ক্রয়/পরিকল্পনাঃ ৩ কোটি, মোট প্রাপ্তিঃ ১ কোটি (ক্রয় ৭০ লক্ষ, উপহার ৩৩ লক্ষ), মজুদঃ ৫ হাজার, সর্বশেষ অবস্থাঃ ৩ ধাপে ৭০ লক্ষ ডোজ পাওয়া গেলেও বর্তমানে সরবরাহ বন্ধ আছে।

খ) সিনোফার্মঃ মোট ক্রয়/পরিকল্পনাঃ ৩ কোটি, মোট প্রাপ্তিঃ ৩১ লক্ষ (ক্রয় ২০ লক্ষ, উপহার ১১ লক্ষ), মজুদঃ ২৪ লক্ষ, সর্বশেষ অবস্থাঃ প্রথম ধাপে ২০ লক্ষ ডোজ পাওয়া দিয়েছে, প্রতিমাসে ৫০ লক্ষ ডোজ সরবরাহ করা হবে।

গ) স্পুটনিক-৫ঃ মোট ক্রয়/ পরিকল্পনাঃ ৫০ লক্ষ, ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঘ) জনসন এন্ড জনসনঃ মোট ক্রয়/ পরিকল্পনাঃ ৭ কোটি, ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রথমম কিস্তিতে ৭৫ মিলিয়ন ডলার অগ্রিম পরিশোধ করতে হবে।

ঙ) ফাইজারঃ মোট প্রাপ্তিঃ ১ লক্ষ, মজুদঃ ৪৮ হাজার। কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে প্রাপ্ত।

চ) মর্ডানাঃ মোট প্রাপ্তিঃ ২৫ লক্ষ, মজুদঃ ২৩ লক্ষ ৮০ হাজার। কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে প্রাপ্ত।

এভাবেই বাংলাদেশ সরকার কূটনৈতিক সফলতার মাধ্যমে বিভিন্নভাবে টিকা সংগ্রহ করে যাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password