কুড়িগ্রামে ব্যাটারী চালিত পরিবহন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে ব্যাটারী চালিত পরিবহন বন্ধের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল
MostPlay

ঢাকায় টাস্কফোর্সের সভায় বিভিন্ন ব্যাটারী চালিত পরিবহন বন্ধ করার প্রতিবাদে কুড়িগ্রামে ‘রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

এখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সভাপতি আবদার হোসেন বুলু, সদস্য সচিব এডভোকেট মোসলেহ উদ্দিন, হারুন অর রশীদ, আলেপ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশে ৫০ লাখ বেকার যুবক তাদের পরিবারের জীবন জীবিকার জন্য ব্যাটারী চালিত পরিবহন চালিয়ে পণ্য ও যাত্রী পরিবহন করছে। টাস্কফোর্স তাদের রুটি রুজি বন্ধ করে অযৌতিক ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। আমরা নকশা আধূনিকায়ন, নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদানসহ ৩দফা দাবীতে আন্দোলন করে আসছি। আমাদের দাবী মানা না হলে আমরা রাজপথ ছাড়বো না।

মন্তব্যসমূহ (০)


Lost Password