প্রথমবারের মতো প্রাণঘাতি মারবুর্গ ভাইরাস শনাক্ত

প্রথমবারের মতো প্রাণঘাতি মারবুর্গ ভাইরাস শনাক্ত

ঘানায় প্রথমবারের মতো শনাক্ত হলো প্রাণঘাতি মারবুর্গ ভাইরাস। এরই মধ্যে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস মানবশরীরে প্রবেশ করে। পরে এটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়াতে পারে। তাই আক্রান্ত দুজনের সংস্পর্শে গেছে এমন সন্দেহে ৯৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মূলত এই ভাইরাসে আক্রান্তদের দেখা দেয় জ্বর, মাথা ব্যাথা, মাংসপেশিতে ব্যাথা, রক্তবমি ও রক্তক্ষরণের মতো লক্ষণ। তবে এখন পর্যন্ত এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা বের না হওয়ায় আতঙ্ক ছড়ায় বেশি। এর আগে অ্যাঙ্গোলা, কঙ্গো, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং উগান্ডাতে শনাক্ত হয় অনেকটা ইবোলার মতো এই ভাইরাসটি। তবে ১৯৬৭ সালে বিশ্বে প্রথম এই ভাইরাসের অস্তিত্ব মেলে জার্মানিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password