ইয়াসের তান্ডবে নদীতে ভেসে এল মৃত চিত্রল হরিন

ইয়াসের  তান্ডবে নদীতে ভেসে এল মৃত চিত্রল হরিন
MostPlay

বাগেরহাটে শরনখোলায় ঘূর্নীঝড় ইয়াসের তান্ডবের পর সুন্দরবন   থেকে দুটি  মায়াবী চিত্রল হরিন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পরে হরিন দুটি ভেসে যায়।  ভেসে যাওয়া হরিন দুটির একটি বুধবার বিকেলে   শরণখোলার রাজেশ্বর গ্রাম সংলগ্ন বলেশ্বর নদ তীরে এসে ভাসতে থাকে। জেলেরা প্রথমে নদীর তীরে হরিনটিকে ভাসতে দেখে ।

পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জকর্মকর্তা জয়নাল আবেদীন জানান, তিনি রাজেশ্বর গ্রামের রিয়াদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে মৃত  হরিনের খবরটি পান। পরে বনরক্ষিরা পূর্ন বয়স্ক মৃত মাদী হরিনটিকে উদ্ধার করে এনে রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটি চাপা দেয়।

এ ছাড়া সাগরদ্বীপ সুন্দরবনের দুবরার চর এলাকায় একটি মৃত চিত্রল হরিন উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। সাগর তীরবর্তী এলাকায় ৬/৭ ফুট পানির জ্বলোচ্ছাস হওয়ায় পানি বন্ধি হয়ে হরিণ দুটি মারা যেতে পারে বলে তিনি জানান। তবে হরিণ ছাড়াও আরও কোন বন্য প্রানী মারা গেছে কিনা তা তদন্ত করে বলা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password