রাশিয়ার করোনা ভ্যাকসিনে পার্শ্ব-প্রতিক্রিয়া

রাশিয়ার করোনা ভ্যাকসিনে পার্শ্ব-প্রতিক্রিয়া

করোনাভাইসার প্রতিরোধে রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ প্রয়োগের পর প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।মস্কো টাইমসকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। 

ওই বিবৃতিতে বলা হয়, ভ্যাকসিন প্রয়োগের পর অনেক স্বেচ্ছাসেবী পার্শ্ব-প্রতিক্রিয়ায় ভুগেছেন। এরমধ্যে, দুর্বলতা এবং পেশিতে ব্যথা অনুভব হওয়ার পরিমাণই বেশি।

এছাড়া নানা ধরণের উপসর্গ দেখা দিতে পারে, ভ্যাকসিন প্রয়োগে আগেই এমন আশঙ্কার কথা জানিয়েছিল দেশটি স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দুই ধাপের ট্রায়ালের কয়েকজন স্বেচ্ছাসেবীর শরীরের নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

১৭ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছেন রাশিয়া। এর আগে, ৪ সেপ্টেম্বর সর্বজন স্বীকৃত মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’র প্রতিবেদনে উঠে আসে রুশ ভ্যাকসিনের প্রথম দু’ধাপের ট্রায়ালের ফলাফল। জানানো হয়, ৪২ দিনের ব্যবধানে ৭৬ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে টিকার দুটি ডোজ। তাদের সবাই বর্তমানে সুস্থ থাকলেও, দেখা দেয় নানা পার্শ্ব-প্রতিক্রিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password