সিএমপির উদ্যেগে কোভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু

সিএমপির উদ্যেগে কোভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু
MostPlay

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসীর সুরক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর কোতোয়ালি থানা মোড়ে কোভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু করা হয়েছে। অদ্য ১৫ জুলাই, ২০২১ খ্রী ১২ঃ০০ ঘটিকায় এ কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে এপসের মাধ্যমে প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে যেসব জনসাধারণ নানামুখী অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাদের সহায়তায় উক্ত কার্যক্রম চালু করা হল। জাতীয় পরিচয়পত্র সহযোগে উক্ত বুথে গেলে বুথের স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহজেই ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এসময় সেখানে অতিরিক্ত কমিশনার (ক্রাইম) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password