অনলাইনে ঘরে বসেই কোন জামেলা ছাড়াই সার্টিফিকেটর নাম পরিবর্তন করুন

অনলাইনে ঘরে বসেই কোন জামেলা ছাড়াই সার্টিফিকেটর নাম পরিবর্তন করুন
MostPlay

ঘরে বসেই কোন জামেলা ছাড়াই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার সার্টিফিকেট নাম পরিবর্তন করুন অনলাইন এবং অফলাইন দুভাবেই সংশোধন করা যায়। তবে দালাল বা কোন প্রকার থার্ড পার্টি ছাড়া ঝামেলামুক্ত ভাবে কাজ করার জন্য অনলাইনে করা আমার সাজেশনে থাকবে। কারণ এখানে হাতে ফ্রম ফিলাপ করার কোন জামেলা নাই। হাতে লিখলে আপনার কোন না কোন ভুল ধরতে পারে। এই জন্য অনলাইনে করলে সুবিধা হবে। আপনাকে কোন দৌড়াদৌড়ি/পরিশ্রম করতে করতে হবে না।

তাই শুধু অনলাইন প্রসেসটি দেখানো হলো। তাই প্রথমেই খরচের হিসাব আগে দেওয়া হলো, তাহলে পরবর্তী কাজ সহজে বুঝতে পারবেন আপসারা। আবেদেন ফি প্রয়োজন ৫৫৮×2= ১১১৬ টাকা, এস.এস.সি ও এইচ.এস.সি, সার্টিফিকেট উত্তলন ফি বাবদ ৫৫৮×২= ১১১৬ টাকা (২টি), মার্কশিট বাবদ ৫৫৮x২ = ১১১৬ টাকা। ব্যাংক পেমেন্ট- সোনালি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে ৫৫৮। অথবা বিকশা পেমেন্টস করলে – ৫০৯ টাকা লাগবে। ট্রান্সপোর্ট বাবদ আরো কিছুটা খরচ হতে পারে।

তবে ২ টি সার্টিফিকেট + মার্কশিটের জন্য মোটামোটি ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ হতে পারে।এই কাজটি করতে হলে, আপনাকে যেই স্কুল বা কলেজে লেখাপড়া করেছেন সেটির সাহায্য লাগবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে এর কোন বিকল্প নেই আপনান। আপনার অথবা আপনার বাবা-মায়ের নাম সংশোধন হলে উনাদের সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ড /আপনার নিজের হলে জন্ম সনদ নিয়ে সরাসরি আপনার প্রতিষ্ঠানে চলে যেতে হবে। এই কাজটি আপনি বাসায় বসে করতে পারবেন না, কারণ এটি কলেজের EIIN নাম্বার দিয়ে ও পাসওয়ার্ড ব্যবহার করে করতে হয়।

এর একটিই সুবিধা আপনাকে শিক্ষা বোর্ডে যেতে হচ্ছে না,নিজের স্কুল থেকেই কাজ হয়ে যাচ্চে। মূল উদ্দেশ্যে আসি, প্র‍য়জনীয় কাগজগুলো নিয়ে আপনার প্রতিষ্ঠানের প্রধানকে জানাতে হবে,উনি আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরকে অনলাইন আবেদন করার জন্য নির্দেশনা দিবেন৷ এবং তখন সে আপনার ডুকুমেন্ট স্ক্যান করে আবেদন করে দিবে অনলাইনে এবং আপনার ফোনে একটি ম্যাসেজ চলে আসবে সাথে সাথে।

তারপর উনি আপনাকে সোনালি ব্যংকে আবেদন ফি জমা দেওয়ার জন্য একটা রশিদ দিবেন। ৫৫৮ টাকা জমা দিতে হবে, প্রতিটির জন্য আলাদা (বিকশেও পেমেন্ট করা যাবে)। টাকা জমা দেওয়ার পর রশিদ অবশ্যই যত্নসহকারে রাখবেন। আবেদন ফি জমা না দিলে অফিসে আপনার আবেদন গৃহীত হবে না। আবেদন ফি জমা করার পর আপনার জন্য এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আলাদা একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। এই লিংকেঃ https://efile.jessoreeducationboard.gov.bd/…/name/lastupdate ) লিংকে যেয়ে লগইন করে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই করে সর্বশেষ অবস্থা ট্রাক করতে পারবেন সহজে। টাকা জমা দেওয়ার পর কমপক্ষে ৩ মাস অপেক্ষা করুন। আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে ৩ মাস বা এর বেশি সময় লেগে যেতে পারে। যখন কাজ শেষ হবে তখন আপনার ফোনে এমনেই ম্যাসেজ চলে আসবে এবং আপনি আপনার প্রোফাইলে লগইন করে দেখতে পারবেন।

সেখানে আপনার জন্য নতুন একটা অপশান চলে আসবে “ডুকুমেন্ট উত্তলন”। সেই অপশনে গিয়ে আপনি ডকুমেন্টস উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। এবার কলেজে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন আপনার কাছে সেই সাইটে লগইনের জন্য পাসওয়ার্ড চলে আসবে। এবং সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে যেই ডকুমেন্ট উত্তোলন করতে চান সেটার জন্য ঘরে বসে আবেদন করে ফেলুন৷ যদি বাসায় কোন কম্পিউটার না থাকে তবে যেকোন কম্পিউটারের কাজ করে এমন দোকানে যেয়ে এই কাজ করতে পারেন।আবেদন করার পর উত্তোলন ফি বাবদ ৫৫৮ টাকার সোনালি ব্যংকে পে-অর্ডার করার জন্য একটি ডকুমেন্টস পেয়ে যাবেন।

সেটা নিয়ে ব্যাংকে যেতে হবে। আগের মতোই ফি জমা দিন, চাইলে বিকাশ থেকেও পেমেন্ট করতে পারবেন। কাজ শেষ, এবার ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই সম্পূর্ণ প্রসেসটা শেষ হতে ১৪৩ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই অনলাইনে কোন প্রকার তদবীর ছাড়া + অতিরিক্ত কোন টাকা প্রদান ছাড়া কাজটা করতে হলে আপনাকে একটু ধর্য ধারন করতেই হবে। আর মনে রাখতে হবে, আপনি বৈধ উপায়ে কাজ করলে যে প্রশান্তি পাবেন সেটা আর কিছুতে সহজে পাবেন না। আর এখন এটা আরো সহজ করা হয়েছে, কারো টেবিলে ফাইল নিয়ে দৌড়া দৌড়ির দিন শেষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password