নির্বাচনে শার্শায় আনসার নিয়োগে ঘুষ বাণিজ্য

নির্বাচনে শার্শায় আনসার নিয়োগে ঘুষ বাণিজ্য
MostPlay

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলায় ১০২ টি ভোট কেন্দ্রে অনান‍্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এক হাজারেরও বেশি আনসার সদস‍্যরা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। শার্শা উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে তারা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এসব আনসার সদস‍্যরা।

তাদের সাথে কথা বলে জানা যায়, যারা ডিউটি করছে এদের অনেকেই ৫০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে ডিউটি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আনসার সদস্য বলেন, নির্বাচনে ডিউটি জন্য ৮০০ টাকা দিয়ে আমরা ডিউটি পেয়েছি ,এই টাকা অফিসে দিতে হয়ছে।

উলশি ইউনিয়নের একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,নির্বাচনে ডিউট জন্য আনসারের দশ দিনের কোর্স করা সার্টিফিকেট কাগজ পত্র জমা দিলে আমরা কাছে ৫০০ টাকা চায় আমি না দিতে পারায় পরবর্তীতে আমার ডিউটিতে নেইনি।

এছাড়া ও ভেরিফিকেশনে বাদ পড়া নাশকতা মামলার আসামী জামায়াতের অনুসারী রহমান কে পিসির দায়িত্ব দেওয়া হয়েছে ১৮ নং কেন্দ্রে। এই বিষয়ে শার্শা উপজেলা আনসার কর্মকর্তা শাহিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন। তিনি বলেন কারো কাছ থেকে কোন টাকা নেওয়া হয়নি। এ বিষয়ে আমার কিছু জানা নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password