চীনের সিনোফার্ম থেকে কম দামে দেড় কোটি টিকা কিনছে বাংলাদেশ

চীনের সিনোফার্ম থেকে কম দামে দেড় কোটি টিকা কিনছে বাংলাদেশ
MostPlay

চীনের প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে খুব কম দামে বাংলাদেশ দেড় কোটি টিকা কিনবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী জানান, চীনের প্রতিষ্ঠানটির কাছ থেকে চুক্তিবদ্ধ দেড় কোটি ডোজের মধ্যে ২০ লাখ উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। বাকি ১ কোটি ৩০ লাখ ও নতুন প্রস্তাবিত ২০ লাখ ডোজ টিকাসহ মোট দেড় কোটি টিকা কেনা হচ্ছে। আগের চুক্তির চেয়েও কম দামে বাংলাদেশ এ টিকা পাচ্ছে বলেও জানান তিনি। তবে টেকনিক্যাল কারণে টিকার দাম নির্দিষ্টভাবে জানাননি অর্থমন্ত্রী।

আর গেল সপ্তাহে জাতিসংঘে বাংলাদেশের এক বিশাল জয় হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আনিত প্রস্তাবে চীন এবং রাশিয়া কেউ বিরোধীতা করেনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রী তাসখন্দে যাচ্ছেন। দেখা করবেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লেভেরভের সাথে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আগেই ঘোষনা দিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে বার্মাকে দেয়া রাশিয়ার সাপোর্ট বন্ধ করা নিয়ে আলোচনা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password