বাংলাদেশ ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কিত অধ্যায়ঃ মাইনউদ্দিন মুন্সি তপন

বাংলাদেশ ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কিত অধ্যায়ঃ মাইনউদ্দিন মুন্সি তপন
MostPlay

শোকাবহ আগস্টের ১৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি হৃদয় বিদারক ঘটনা।  এই দিনে পাকিস্তানি রাজাকার, আলবদর, আলসামস সহ দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু তথা বাংলাদেশের উন্নয়নকে চিরতরে মুছে দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান ও তার সপরিবার কে হত্যা করে। এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে পরিবর্তন করে দেওয়ার জন্য তারা পরিকল্পিত ভাবে জাতীয় চার নেতা কে জেল খানার ভিতরে হত্যা করে। 

সেই টুঙ্গিপাড়ার  রাখাল রাজা বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমান ছিলেন এক অসাধারণ প্রতিভাবান ছাত্র।  তৎকালীন অজপাড়া গাঁয়ে থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শুধু নিজেকে নিয়ে ভাবেন নি। সারা বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে গন আন্দোলন এবং ৭১ এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে।  

আমাদের দিয়েছেন একটি নির্দিষ্ট মানচিত্র এবং সার্বোভৌম একটি স্বাধীন দেশ।  এই মহান নায়ক আমাদের দিয়েছেন বিশ্বের বুকে বাংলাদেশ নামক একটি ভূ-খণ্ড।  আজকের এই বাংলাদেশ তারই অবদান। 

শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি আধুনিক সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিভোর ছিল। এই মহান নায়ক তার জীবদ্দশায় দেশকে রক্ষা করার আন্দোলনে কারা বরন করেছেন।  বাকি জিবনটুকু সরকার গঠনের পড়ে একটি যোদ্ধ বিধস্ত দেশ নিয়ে যতো টুকু সময় পাওয়ার দরকার ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের কারনে বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন নাই।  

দেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাক তার পেতআত্মারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।  যা জাতির জন্য দূরভাগ্য।  বাংলাদেশ তৈরী হয় এক কলঙ্কের ইতিহাস।  বাঙালি জাতি হারায় বাংলাদেশের এক স্বপ্নদ্রষ্টা কে। 

তারপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে কালো ছায়া নেমে আসে।  এরপর যারা ক্ষমতায় আসে বঙ্গবন্ধুর হত্যা কান্ডের বিচার কার্য্য বন্ধ করে দেয়। তারা পাকিস্তানি রাজাকারদের সাথে নিয়ে সরকার গঠন করে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। 

পরবর্তীতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দলের হাল দরেন। এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।  আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি  আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সে প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।  শোক কে শক্তিতে রুপান্তরিত করে বাবার দেখা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শহর থেকে গ্রামে দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে যা আজ বাংলার বুকে দৃশ্যমান।  

আগস্ট মাস শোকের মাস এই শোক কে শক্তি তে পরিনত করে আমরা আমাদের দলীয় কার্যক্রমসহ বঙ্গবন্ধু আদর্শ কে ধারন করে দেশের উন্নয়ন ও জনগনের কষ্ট লাঘবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবো।  


মাইনউদ্দিন মুন্সি তপন 

চেয়ারম্যান ৬ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মেঘনা, কুমিল্লা

সভাপতি - গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ

মন্তব্যসমূহ (০)


Lost Password