রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইউক্রেনে রুশ আগ্রাসনের নবম দিন পার হচ্ছে। রুশ হামলায় গুড়িয়ে গেছে ইউক্রেনের বহু স্থাপনা। নিহত হয়েছে বহু সামরিক-বেসামরিক মানুষ। প্রতিরোধ গড়ছে ইউক্রেনীয়রাও। এর মধ্যেই রাশিয়ান সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো ইউক্রেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

আজ শুক্রবার (৪ মার্চ) ‘ইউক্রেনের বিভিন্ন শহরে নারীদের ধর্ষণ করছে রাশিয়ান সেনারা’ বলে দাবি করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি কুলেবা। লন্ডনে এক অনুষ্ঠানে কুলেবা বলেন, যখন আপনার শহরে বোমা পড়ে, যখন রুশ সেনার ইউক্রেনের বিভিন্ন শহরে নারীদের ধর্ষণ করে তখন আন্তর্জাতিক আইনের কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন থেকে যায়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, ৯ দিনের অভিযানে ইউক্রেনের ১ হাজার ৬১২টি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে পুতিন প্রশাসন জানায়, মূলত কমান্ড সেন্টার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রাডার স্টেশন, ট্যাংক, বিমান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

এখন পর্যন্ত ইউক্রেনর গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় কমপক্ষে ১৮০টি মিসাইল হামলা চালানো হয়েছে। তবে আবাসিক এলাকা এবং যোগাযোগ ব্যবস্থায় রাশিয়া কোনো অভিযান চালাচ্ছে না বলে দাবি করা হয়। যদিও জেলেনস্কি সরকার জানিয়েছে, কোনো কিছুই রুশ আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না, এমনকি আবাসিক স্থাপনাও নয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password