এডিআইজেড এবং এডিএসএস: বাংলাদেশ এয়ারফোর্স এর সঠিক পথ

এডিআইজেড এবং এডিএসএস: বাংলাদেশ এয়ারফোর্স এর সঠিক পথ
MostPlay

এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশন এবং এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন কার্যকরের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী আরো এক ধাপ অগ্রসর হয়েছে। ADSS মুলত একটি ইন্টিগ্রেটেড ডাটাবেজ এবং নজরদারী এবং কুইক রেসপন্স ভিত্তিক সিস্টেম যার মাধ্যমে একটিভ এবং প্যাসিভ এয়ারবোর্ন এয়ারক্রাফট,কমান্ড ভেহিকল,কমান্ড সেন্টার,মোবাইল প্লাটফর্ম,এয়ারবোর্ন ওয়ার্নিং সিস্টেম,সামরিক স্যাটালাইট,ভুমিতে থাকা রাডার,এয়ার ডিফেন্স গান এবং এয়ার ডিফেন্স সার্ফেস টু এয়ার গাইডেড মিসাইল সিস্টেম বিভিন্ন ট্যাকটিক্যাল ডাটা একইসাথে এনালাইসিস করে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এটি এমন একটি স্টেট অব দ্যা আর্থ প্রযুক্তি যা মুলত সকল সিস্টেমকে একই সাথে সমন্বিত এবং ফাংশোনাল করতে সক্ষম।এয়ারবেস এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকা এক একটি সেন্সর তখন এক-একটি ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে যা মুলত ADIZ লংঘন করা এবং মানতে অবাধ্যে যেকোন শত্রু টার্গেটকে ডিটেক্ট এবং স্বল্প সময়ের মধ্যে ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম..আমাদের ভেরী শর্ট এবং শর্ট রেঞ্জ থাকলেও ADSS এর ফুল পটেনশিয়ালিটি ব্যবহারের মত শর্ট টু মিডিয়াম,মিডিয়াম এবং মিডিয়াম টু লং রেঞ্জ স্যাম সিস্টেম এখনো অনুপস্থিত রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password