নড়াইলের কালিয়ায় কেরোসিনের স্টোভে বিস্ফোরণে অগ্নিদগ্ধের ঘটনা

নড়াইলের কালিয়ায় কেরোসিনের স্টোভে বিস্ফোরণে অগ্নিদগ্ধের ঘটনা
MostPlay

নড়াইলের কালিয়া উপজেলায় কেরোসিনের স্টোভ বিস্ফোরণে মিষ্টি ব্যবসায়ী অলোক সাহা (৫০) দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার  চাঁচুড়ী বাজারে মিষ্টির দোকানে জ্বলন্ত অবস্থায় কেরোসিনের স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধের এ ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ অলোক সাহা  উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, চাঁচুড়ী বাজারের সাহা সুইটসের স্বত্তাধিকারী অলোক সাহা দীর্ঘদিন থেকে মিষ্টির ব্যবসা করে আসছেন।শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তিনি কেরোসিন স্টোভে মিষ্টি তৈরির কাজ করছিলেন। এ সময় অলোক সাহা স্টোভে হাওয়া দিতে গেলে বিস্ফোরণ ঘটে।

এতে অলোক সাহার শরীরে আগুন ধরে অনেকাংশ দগ্ধ হয়। একই সঙ্গে মিষ্টির দোকানে আগুন লেগে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

চিকিৎসকের বরাত দিয়ে নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুর রহমান সাংবাদিককে বলেন,দগ্ধ ব্যবসায়ী অলোক সাহার শরীরের প্রায় ৫০/৬০ শতাংশ পুড়ে গেছে। কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password