সেই মেয়রকে মুক্তি দিলো রুশ সেনারা শর্ত মেনে নেওয়ায়

সেই মেয়রকে মুক্তি দিলো রুশ সেনারা শর্ত মেনে নেওয়ায়

নয় রুশ সেনার মুক্তির বিনিময়ে ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেদেরভকে মুক্তি দিয়েছেন রুশ সেনারা। বৃহস্পতিবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। জানা গেছে, রাশিয়ার যেসব সেনাদের মুক্তি দিয়েছে তাদের জন্ম ২০০২-০৩ সালে। তারা আসলে শিশু।

এর আগে গত শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মেলিটোপোলের এই মেয়রকে ধরে নিয়ে যায় রুশ সৈন্যরা। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ।

এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি

মন্তব্যসমূহ (০)


Lost Password