পাবনায় সিলগালার পরও কারখানায় উত্তেজক ওষুধ উৎপাদন

পাবনায় সিলগালার পরও কারখানায় উত্তেজক ওষুধ উৎপাদন
MostPlay

মানবদেহের জন্য ক্ষতিকারক অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসার আহম্মেদের নেতৃত্বে পাবনায় সদর উপজেলার নলদাহ বাজারের হ্যাপি ফুড অ্যান্ড বেভারেজ ও ব্রাদার্স ফুড অ্যান্ড কেমিক্যাল নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, নকল স্যালাইন, সিভিট, টেস্টি স্যালাইনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। পুলিশ জানায়, কিছুদিন আগে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়। কিন্তু তারা গোপনে কারখানাটি খুলে পুনরায় অবৈধ পণ্য উৎপাদন এবং বাজারজাত করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খানের নির্দেশে বুধবার রাতে এই নকল যৌন উত্তেজন ওষুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আতাউর রহমান খন্দকার, ইন্সপেক্টর মো. জিন্নাত সরকার, অসিত কুমার বসাক, এসআই সাগর কুমার সাহাসহ জেলা গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password