আরও চার বছরের কারাদণ্ড সু চির

আরও চার বছরের কারাদণ্ড সু চির

লাইসেন্স বিহীন ওয়কিটকিসহ বেশ কয়েকটি মামলায় মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আদালতের একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটিতে নোবেল বিজয়ী ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। বিশেষজ্ঞদের ধারণা, এসব মামালায় সম্মিলিতভাবে তার ১০০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি। এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়, তখন অবৈধ ওয়াকিটকি পাওয়ার অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে করোনাভাইরাস মহামারির বিধি-নিষেধ ভঙ্গ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রমাণ হয়েছে সু চির বিরুদ্ধে। ওই সময় সু চিকে চার বছরের সাজা দেওয়া হয়। সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলছে। তার মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

সূত্র : রয়টার্স

মন্তব্যসমূহ (০)


Lost Password