কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ
MostPlay

বিএনপি’র নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টানা সাড়ে ৪ ঘণ্টা ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

শেষ খরব পাওয়া পর্যন্ত বিকেল ৩টায়ও থেমে থেমে সংঘর্ষ চলছে। জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের মূল্যবৃদ্ধি ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ নিয়ে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় জড়ো হতে থাকে। এ সময় পুলিশকে লক্ষ্য করে দলটির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল এবং রাবার বুলেট ও লাঠিচার্জ করে। এতে বিএনপির শতাধিক নেতা কর্মীসহ কয়েকজন পুলিশ আহত হন। বিকেল ৩টায়ও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন জানান, বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এ দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষের ঘটনায় শক্তিশালী অবস্থান নিয়েছে ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password