নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখার আয়োজনে গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নওগাঁর পৌর গেট সংলগ্ন নৃত্য রং একাডেমির মিলআয়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হাসমত আলী এর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নুরুন নাহার সুষমা সাথীর সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি হাসমত আলী, জনাব প্রভাষক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি সুবল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি উত্তম কুমার সরকার, আব্দুল হাই সিটু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন।

বক্তারা আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। আমরা কথা ও পোশাক এ নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।

আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password