ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে ভুক্তভোগীদের বৈঠক

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে ভুক্তভোগীদের বৈঠক
MostPlay

আজ বুধবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত ইতালির দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক করেন ইতালি গমনেচ্ছু ভুক্তভোগী কর্মীরা। বৈঠক শেষে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান ভুক্তভোগী কর্মী বাইজিদ হাসান। ‘আমাদেরকে ইতালির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন, আগামী রবিবারের ভেতরে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দূর হবে। এর ফলে সবাই সময়মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই পাসপোর্ট জমা দিতে পারবে।’

বাইজিদ হাসান বলেন, ‘রাষ্ট্রদূত আশ্বস্ত করল আগামী রবিবারের ভেতরে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দূর হবে। এর ফলে সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েই পাসপোর্ট জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার সময়ও বৃদ্ধি করা হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যদি কেউ পাসপোর্ট জমা দিতে না পারে সে ভিএফএসে সরাসরি গিয়েও পাসপোর্ট জমা দিতে পারবেন।

তিনি আরো বলেন, ‘ভিসার জটিলতার বিষয়ও তাদের পক্ষ থেকে জানানো হয় যে, এক লাখের অধিক পাসপোর্ট আটকে আছে। তার কারণ হচ্ছে এর মধ্যে ৬০ শতাংশ পাসপোর্টই ভুয়া পাসপোর্ট। এর জন্য ভিসা দিতে দেরি হচ্ছে। দুই থেকে তিন মাসের মধ্যেই এ ভিসাগুলো ডেলিভারি দিয়ে দেবে। আমরা তাদের আশ্বাসে আশ্বস্ত।

আমরা বিশ্বাস করি, ইতালীয় দূতাবাস খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’ বৈঠকে ভুক্তভোগী কর্মীদের পক্ষ থেকে বাইজিদ হাসান, রনক ভূইয়া ও আফিয়ার রহমান উপস্থিত ছিলেন। এর আগে ভুক্তভোগী কর্মীরা ইতালির দূতাবাসের সামনে একটি মানববন্ধন করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password