বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ
MostPlay

ভারতীয় ইনিংসের মাঝপথে বৃষ্টির হানা। আপাতত উইকেট ঢেকে রাখা হয়েছে কভার দিয়ে। ভারতের স্কোর যখন ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭, তখনই নামে বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় মাঠকর্মীরা মাঠ ঢাকতে দেরি করলেন কিছুটা।

পাকিস্তানের ফখর জামান এসে হাত লাগালেন। বৃষ্টির বেগ অনেকটাই বেশি। ফখরের এভাবে কাজে লেগে যাওয়ার ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। বৃষ্টি কারণে আর খেলা সম্ভব না হলে পরবর্তীতে খেলা হবে রিজার্ভ ডে তে।


পিএসএলে ফখর জামানের দল লাহোর কালান্দার্স শেয়ার করেছে ফখরের এই ছবি। ফখরের এমন মহানুভবতার ছবি আপলোড করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজেও। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে তাণ্ডব চালালেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান।

সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কিন্তু অনুমিতভাবে বাগড়া দিল বৃষ্টি। এ সময় পিচ ও মাঠকে রক্ষার জন্য মাঠকর্মীদের সঙ্গে কাজে লেগে গিয়েছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামানও। খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত।

কোহলি ৮ ও রাহুল অপরাজিত আছেন ১৭ রানে। রোহিত ৪৯ বলে ৫৬ ও শুভমান গিল ৫২ বলে ৫৮ রান করেছেন। আগের ম্যাচে পাকিস্তানি পেসারদের গতি, বাউন্স আর সুইংয়ের সামনে শুরুটা কিছুটা নড়বড়ে থাকলেও আজ রোহিত ও গিল খেলেছেন মারমুখী ভঙ্গিমায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password