করোনা নেগেটিভ রিপোর্ট ও হোম কোয়ারেন্টিন বাতিল কুয়েতে

করোনা নেগেটিভ রিপোর্ট ও হোম কোয়ারেন্টিন বাতিল কুয়েতে

কুয়েত সরকার অনুমোদিত টিকার তিন ডোজ (বুস্টার) গ্রহনকারী অথবা যারা দুই ডোজ গ্রহণ করেছে এবং ৯ মাস পার হয়নি তাদের জন্য দেশটিতে যেতে এবং আসতে লাগবে না করোনা নেগেটিভ সনদ, থাকছে না হোম কোয়ারেন্টিন। তারা চলাফেরা করতে পারবেন পূর্বের স্বাভাবিক নিয়মে।

কুয়েতের মন্ত্রিপরিষদের জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে আরও প্রকাশ করা হয়, টিকাবিহীন যাত্রীদের দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা পূর্বে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে এবং তারা ৭ দিনের হোম কোয়ারেন্টিন শেষে পুনরায় পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ আসলে তাদের কোয়ারেন্টান বাতিল হবে।

এই সিদ্ধান্ত কুয়েতে ২০ ফেব্রুয়ারি হতে কার্যকর হয়েছে। এদিকে গণটিকার কর্মসূচি ও স্বাভাবিক জীবনে ফেরার অংশ হিসেবে আগামী ১৩ মার্চ হতে শতভাগ জনবল নিয়ে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গণপরিবহন, সভা সেমিনার ও সামাজিক অনুষ্ঠনে সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password