সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
MostPlay

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. নুরুজ্জামান (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আকালু  এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নুরুজ্জামান উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের বাসিন্দা।

ইউপি চেয়ারম্যান মো. আকালু বলেন, নুরুজ্জামান গরু চোরা কারবারির সঙ্গে জড়িত ছিলেন। গতকাল রোববার রাতে তিনি ভারত থেকে চোরাইপথে গরু আনতে রত্নাই সীমান্ত এলাকায় যান। সে সময় গুলিবিদ্ধ হন তিনি। নুরুজ্জামানের লাশ বিএসএফের সোনামতি ক্যাম্পে রয়েছে বলে শুনেছেন তিনি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, নুরুজ্জামান ভারত থেকে গরু আনতে রত্নাই সীমান্ত এলাকায় যান। সেই সময় বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির পক্ষ থেকে বাংলাদেশির ওপর গুলি ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে যা যা করা দরকার, তাঁরা সেটি করছেন বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password