অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে পুতিনের সঙ্গে বন্ধুসুলভ আলোচনা হয়নি

অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে পুতিনের সঙ্গে বন্ধুসুলভ আলোচনা হয়নি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে রাশিয়া সফরে গেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামায়ার। সোমবার পুতিনের সঙ্গে প্রায় ৯০ মিনিট আলোচনা করেছেন চ্যান্সেলর কার্ল নেহামায়ার। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্ট্রিয়ার চ্যান্সেলর জানিয়েছেন, পুতিনের সঙ্গে সরাসরি, খোলামেলা ও কঠিন আলোচনা হয়েছে।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর সরাসরি বলেছেন, পুতিনের সঙ্গে বন্ধুসুলভ আলোচনা হয়নি। বিবৃতিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর আরও জানিয়েছেন, যুদ্ধ থামানোর ব্যাপারে এবং মানবিক সহায়তা অব্যহত রাখতে যেন কোনো উপায় বাকি না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে পুতিনের সঙ্গে দেখা করেছেন তিনি।

বিবৃতিতে আরও জানিয়েছেন, পুতিনকে তিনি বলেছেন যেন দ্রুত এ যুদ্ধ থামানো হয়। কারণ যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে। এদিকে ঐতিহাসিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে অস্ট্রিয়ার সম্পর্ক ভালো। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার পর অস্ট্রিয়া ইউক্রেনের পক্ষ নিয়েছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তীব্র সমালোচনা করেছে। ২০২১ সালে অস্ট্রিয়ার চ্যান্সেলর হওয়ার পর এবারই প্রথমবারের মতো পুতিনের সঙ্গে দেখা করেন কার্ল।

সূত্র: বিবিসি

মন্তব্যসমূহ (০)


Lost Password