আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ৫ দশমিক ৩ মাত্রার কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে আঘাত হানে। আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে সোমবার ভোররাতে ভূমিকম্পে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। খবর আল অ্যারাবিয়ার। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোররাতে জালালাবাদ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মৌলভী নাজিবুল্লাহ হানিফ বখতার বলেছেন, 'রবিবার দিবাগত রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷' এর আগে জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে এক হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু ও বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। দেশটি এখনও সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

সূত্র : আল অ্যারাবিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password