৩৬ নারী-শিশু আটক সীমান্ত দিয়ে পাচারকালে

৩৬ নারী-শিশু আটক সীমান্ত দিয়ে পাচারকালে
MostPlay

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-শিশুসহ ৩৬ জনকে বিজিবি আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেছে।বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ার মামুদপুর গ্রামস্থ সীমান্ত পিলার ২৯১/২৫ এস হতে ২৫০ গজ ভিতরে সোহেল রানা ও সাহার আলীর বসত বাড়ির আঙ্গিনায় জড়ো করা ব্যক্তিদের ভাইগড় বিওপি’র ২০ বিজিবি আটক করে।

আটকরা হলেন- নওগাঁ জেলা আত্রাই উপজেলার বাঁকা গ্রামের বিমল, শ্রীমতি আলো, ভক্তি রাণী, নারায়ন চন্দ্র, দয়াল
চন্দ্র, ববিতা রাণী, রতন সরকার, পুর্ণিমা রাণী, মিলন চন্দ্র, আলো চন্দ্র, হৃদয় চন্দ্র, নমিতা রাণী, আদুরী রাণী, একই উপজেলার সিংসারা গ্রামের ধিরেন চন্দ্র, স্বরস্বতি, বিরেন প্রামানিক, পুর্ণিমা রাণী, নওদুলি গ্রামের জয়দেব, চাম্পা রাণী, মহাদেবপুর উপজেলার চেরাগপুর কিনার প্রামানিক, গৌরি রাণী, উৎপল চন্দ্র, কাজল রাণী, টাংগাইল বাসাইলের বনি কিশোরী গ্রামের পলাশ চন্দ্র, আশা সরকার এবং তাদের সাথে থাকা ১১জন শিশু রয়েছে।

আটকদের মধ্যে একজন পূণিমা রাণী বলেন, আমরা খুবই গরীর। তাই কাজের সন্ধানে ভারতে পাড়ি জমাতে চেয়েছিলাম। আমার স্বামী শ্রী রতন সরকার বিরামপুরের খেয়ার মাহমুদপুরের শুকুর আলী, সোহেল রানা ও সাহার আলীকে ১০ হাজার
টাকা দিয়েছে তারা ভারতে যাবার সব ব্যবস্থা করে দেবে বলে।

মানবপাচারকারী আসামি সাহার আলী, সোহেল রানা ও শুকুর আলী সরকার এই তিনজনকে আটক করার জন্য সব রকমের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password