শেষ ৬ মাসে ভারত সীমান্তে নিহত ১, আটকের পর ফেরত ৭৪০

শেষ ৬ মাসে ভারত সীমান্তে নিহত ১, আটকের পর ফেরত ৭৪০

ভারতীয় পার্লামেন্টে এমনটাই জানিয়েছেন তাদের ডিফেন্স মিনিস্টার। ভারতের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে গত জুন মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ৪৪১ বার যার মধ্যে বিএসএফ কর্তৃক আটকের পর বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে ৭৪০ জন এবং বিএসএফ গুলি করে হত্যা করেছে ১ জন বাংলাদেশীকে।

অন্যদিকে ইন্দো পাক বর্ডারে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ৩৩ বার, ফেরত দিয়েছে ২০ জনকে এবং গুলি করে হত্যা করেছে ১১ পাকিস্তানি নাগরিককে। ইন্দো মায়ানমার সীমান্তে অনুপ্রবেশ করেছে ৮৪৪৬ জন, পুশব্যাক করেছে ৫৭৯৬ কে এবং এখনো ভারতে অবস্থান করছে ২৬৯০ জন বার্মিজ নাগরিক। তারা সবাই মায়ানমারে সামরিক শাসন শুরুর পর মায়ানমার থেকে ভারতে পালিয়ে এসেছে, যার মধ্যে অধিকাংশই বিভিন্ন বাহিনীর স্বপক্ষ ত্যাগ করা সদস্য। অন্যদিকে নেপাল ভারত সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে মাত্র ১১টি। আর ইন্দো চীন সীমান্তে কোন অনুপ্রবেশের ঘটনায় ঘটেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password