টঙ্গীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা গ্রেফতার ১

টঙ্গীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীতে মুক্তিপণের টাকা না পেয়ে অষ্টম শ্রেণি এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করে টঙ্গীর তুরাগ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার মোহাম্মদ আতাউল হোসেন গাইবান্ধার সাঘাটা থানার রামগনর গ্রামের ইমাম হোসেনের ছেলে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গত ১৯ মার্চ সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদীর শাখা নদে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পর দিন অজ্ঞাত আসামি করে টঙ্গী পশ্চিম থানার মামলা করা হয়। মামলার তদন্ত চলাকালে ভিকটিমের পরিচয় নির্ণয়ের জন্য আশপাশের জেলায় ভিকটিমের ছবিসহ বেতার বার্তা প্রেরণ করা হয়। পরে খোঁজ হয় ওই ভিকটিম নিখোঁজ সংক্রান্ত ঢাকার তুরাগ থানায় একটি জিডি হয়েছে। 

ওই জিডির সূত্র ধরে পুলিশ ভিকটিমের অস্থায়ী ঠিকানা ঢাকার কামারপাড়ায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়। নিহত ইসমাইল সরকার সিরাজগঞ্জের রামগঞ্জ থানার ধানঘারা গ্রামের মো. নূর নবী সরকারের ছেলে। সে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ভিকটিমের বাবা-মা ও আশপাশের লোকজনের কথা বলে ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের পর নিশ্চিত হয়ে প্রকৃত আসামি মোহাম্মদ আতাউল হোসেনকে গ্রেফতার করে। 

জাকির হাসান আরো জানান, গ্রেফতার আতাউল ওই ঘটনার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ভিকটিমের বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আতাউল তার সহযোগী। পরে ওই টাকা না পাওয়ায় তারা ইসমাইল হোসেনকে হত্যা করে তার মরদেহ তুরাগ নদীতে ফেলে দেয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password