জিম্বাবুয়ের বিপক্ষে, মুশফিক কে বাদ, দিতে পারি আমরা,

জিম্বাবুয়ের বিপক্ষে, মুশফিক কে বাদ, দিতে পারি আমরা,

সবাই গেলেও নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তানে যাননি মুশফিক। যদিও পাকিস্তানে গিয়েছেন বাকী সব ক্রিকেটাররা। তারা খেলে এসেছেন নির্বঘ্নে।

মুশফিক থাকলে ফলাফলের তারতম্য হতো কিনা সেটি ক্রিকেট বিধাতাই হয়তো বলতে পারবেন, কিন্তু অন্তত মানসিক দিক থেকে এগিয়ে থাকতে পারতেন মুমিনুলরা এতে সন্দেহ নেই। মুশফিকের অনুপস্থিতি যে বিসিবি ভালোভাবে নেয়নি এরই প্রমাণ মেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায়।

মুশফিক এখন আর অটোম্যাটিক চয়েজ নন বলে ইঙ্গিত দেন তিনি কিছুদিন আগে। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরতে হলে মুশফিককে ফিটনেস পরীক্ষা দিয়ে ফিরতে হবে বলে জানিয়েছিলেন নান্নু। তিনি বলেন, ‘মুশফিক ইনজুরিতে। ফিটনেস দিয়েই তাকে আসতে হবে।

শুধু সেটাই নয়, মুশফিক পাকিস্তানে না যাওয়াতে কম্বিনেশনে ধারাবাহিকতা থাকে না। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে রাখা নাও হতে পারে। তাকে বাদ দিতে পারি আমরা।’

মন্তব্যসমূহ (০)


Lost Password