ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আবারো শক্তিশালী এক ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। শুক্রবার হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। তবে এতে তাৎক্ষণিক বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল বান্দা সাগরে। সুলাওয়েসি দ্বীপের কাতাবু নামক জায়গার ২২০ কিলোমিটার দক্ষিণে।

জাকার্তা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের আঘাত হানলে অনেক ভবন দুলতে থাকে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।

শক্তিশালী ভূমিকম্পের হলেও এখন পর্যন্ত সুনামির সতর্কতা জারি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে আঘাত হানা বেংকুলুর উতারা জেলার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র।

উল্লেখ্য ২০১৮ সালে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয়। এতে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ায় প্রায় সময় ভূমিকম্পের ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ (০)


Lost Password