রোগী সেজে অ্যাম্বুলেন্সে যাওয়ার পথে চালকসহ ১৪ যাত্রী আটক

রোগী সেজে অ্যাম্বুলেন্সে যাওয়ার পথে চালকসহ ১৪ যাত্রী আটক
MostPlay

কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা ঘরমুখো মানুষদের। কোন না কোন প্রন্থা বের করে সরকারের দেওয়া কোন বিধিনিষেধ না মেনে যে যার মত করে ছুটছে নারীর টানে।

এবার  করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অ্যাম্বুলেন্সে যাত্রী বহনের দায়ে মো. সিরাজুল (৩২) নামের এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ১৪ যাত্রীকে নামিয়ে দেয়া হয়।

সোমবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে সাভারের থানা স্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সসহ ওই চালককে আটক করা হয়। পরে অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

ট্র্যাফিক পুলিশ জানায়, সোমবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে একটি অ্যাম্বুলেন্সে যাত্রী দেখে সাভার ট্র্যাফিক পুলিশ অ্যাম্বুলেন্সটি থামায়। এ সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে ১৪ জন যাত্রীকে দেখতে পান। এই পরিস্থিতি দেখে অ্যাম্বুলেন্সটি চালকসহ আটক করা হয়।

এ বিষয়ে সাভার ট্র্যাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহনের দায়ে ওই অ্যাম্বুলেন্সের চালককে আটক করা হয়। তিনি লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসার উদ্দেশ্যে যাত্রী বহন করছিলেন। অ্যাম্বুলেন্সের চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password