উড়ুক্কু সাপ বিজ্ঞানীরদের গবেষণায় প্রকাশিত নতুন তথ্যে আতঙ্ক

উড়ুক্কু সাপ বিজ্ঞানীরদের গবেষণায় প্রকাশিত নতুন তথ্যে আতঙ্ক
MostPlay

এটি হাওয়ায় গ্লাইড করা বা ওড়ার শক্তি পায় নিজের শরীরকে কিছুটা ভাঁজ করে ডানার মতো করে নেওয়ার ফলে,আমাদের মধ্যে অনেকেই হয়ত চমকে যাবেন এটা শুনে যে উড়তে পারে সাপ!‌ এমনিতেই মাটিতে সাপ চলে ফিরে বেড়াচ্ছে দেখলে অনেকের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। এবার যদি কেউ দেখেন, আকাশে উড়ে বেড়াচ্ছে সাপ!‌ তাহলে আতঙ্কেই জ্ঞান হারানো নিশ্চিত!‌

Chrysopelea paradisi নামে এক প্রজাতির সাপ সম্পর্কে সম্প্রতি আজব তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। ভার্জিনিয়া টেকের পক্ষ থেকে একটি গবেষণা করে তাঁরা দেখেছেন, এরা হাওয়ার মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে।

সিএনএন–এর প্রকাশ করা রিপোর্ট অনুসারে (https://edition.cnn.com/2020/06/30/world/flying-snakes-movement-study-scli-intl-scn/index.html)‌ দেখা গিয়েছে, এই ধরনের সাপ সাধারণত মাটি দিয়ে তো চলতে পারেই, সঙ্গে সঙ্গে নাকি উড়তে পারে। কিন্তু কীভাবে, তা এখনও স্পষ্ট করে বলতে পারেননি বিজ্ঞানীরা।

সিএনএন–কে বিজ্ঞানী আইজ্যাক ইয়েটন জানিয়েছেন, কোন শক্তিতে এই সাপগুলি উড়তে পারে। বলা হয়েছে, এটি হাওয়ায় গ্লাইড করা বা ওড়ার শক্তি পায় নিজের শরীরকে কিছুটা ভাঁজ করে ডানার মতো করে নেওয়ার ফলে। ‌

<iframe width="763" height="572" src="https://www.youtube.com/embed/VKSKxQcyYdE" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

মন্তব্যসমূহ (০)


Lost Password