মিষ্টির লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মিষ্টির লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
MostPlay

ঝিনাইদহের শৈলকুপায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার স্বজনরা জানান, শুক্রবার দুপুরে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে যায়। সেখান থেকে প্রতিবেশী আজিবর মন্ডলের ছেলে শিপন মন্ডল (২৪) তাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে তারা শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password