ভারতে ২ বছর কারাভোগ করে দেশে ফিরল ৭ বাংলাদেশি

ভারতে ২ বছর কারাভোগ করে দেশে ফিরল ৭ বাংলাদেশি
MostPlay

ভারতে দু’বছর কারাভোগের পর ৭ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি খোরশেদ আলম জানান, ভালো চাকুরীর আশায় আড়াই বছর আগে ভারতের কেরালা রাজ্যে গিয়ে সেখানকার পুলিশের হাতে আটক হয় তারা। পুলিশ আটক যুবকদের আদালতে নিলে আদালত তাদের ২ বছরের কারাদন্ড প্রদান করে।

সাজার মেয়াদ শেষে দু দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে মঙ্গলবার রাতে তাদের দেশে ফেরত আনা হয়। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ফেরত আসা যুবকদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা যদি পাচারকারীদের শনাক্ত করতে 

মন্তব্যসমূহ (০)


Lost Password