টাঙ্গাইলের সাংবাদিকের ওপর হামলা, চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি

টাঙ্গাইলের সাংবাদিকের ওপর হামলা, চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি
MostPlay

টাঙ্গাইলের ঘাটাইলে যুগান্তর পত্রিকার সাংবাদিক খান মো. ফজলুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাংবাদিকরা।বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কার্যালয়ে দুই দফা দাবিতে সদ্য যোগদানকারি ইউএনও অঞ্জন কুমার সরকারের কাছে এ স্মারকপত্র দেয়া হয়।দাবিগুলো হচ্ছে- সন্ত্রাসী ইউপি চেয়ারম্যানকে অভিলম্বে গ্রেফতার করতে হবে ও আইনের আওতায় এনে তার চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ), সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক মো.মাসুম মিয়া (দৈনিক সমকাল), মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা), সাংবাদিক রবিউল আলম বাদল (ভোরের কাগজ), উত্তম কুমার আর্য্য (যায় যায় দিন) প্রমুখ।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন কালে সরকারি রাস্তার গাছ কাটা সংক্রান্তে বক্তব্য গ্রহণ করতে যুগান্তর সাংবাদিক বিদায়ী ইউএনও মোহাম্মদ কামরুল ইসলামের কাছে যান। বক্তব্য গ্রহণ শেষ হলে ইউএনও‘র সামনে বসে থাকা ২নং ঘাটাইল ইউপি চেয়ারম্যান পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুগান্তর সাংবাদিক খান ফজলুর রহমানের ওপর অতর্কিত হামলা করে। এ ঘটনার পর শনিবার স্থানীয় সাংবাদিকরা ও রোববার টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালন করে অভিলম্বে গ্রেফতারের দাবি জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password