আগামীকাল সুপার লিগের প্রথম দিনেই মুখোমুখি আবহনী-মোহামেডান

আগামীকাল সুপার লিগের প্রথম দিনেই মুখোমুখি আবহনী-মোহামেডান
MostPlay

আগামীকাল শনিবার (১৯ জুন) শুরু হচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ। প্রথম পর্ব শেষে প্রাইম ব্যাংক (১৮), আবহনী(১৬) ,প্রাইম দোলেশ্বর(১৬), গাজী গ্রুপ ক্রিকেটার্স(১৪), মোহামেডান(১৩)ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৩) এই ছয়টি ক্লাব সুপার লিগ নিশ্চিত করেছে। সুপার লিগে সিঙ্গেল লেগ পদ্ধতিতে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সুপার লিগের ১৫ট ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম পর্বের ম্যাচগুলো বিসিবি তাদের ফেসবুক পেজে সরাসরি প্রচার করলেও সুপার লিগের ম্যাচ সরাসরি দেখানো হবে টেলিভিশনে। টি স্পোর্টস ও গাজী টিভি প্রচার করবে সুপার লিগের ম্যাচগুলো। সুপার লিগে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠীত হবে। প্রথমটি হবে সকাল ৯টায়, পরেরটি দুপুর ২টায় আর দিনের শেষ ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সুপার লিগের প্রথম দিনেই মুখোখি আবহনী ও মোহামেডান। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে সাদা কালো আর আকাশী হলুদরা। প্রথম পর্বে বৃষ্টিবৃঘ্নিত ম্যাচে মোহামেডান ৫ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবহনীকে বৃষ্টি আইনে ৩১ রানে পরাজিত করেছিল। সেই ম্যাচে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে মাঠে অশোভন আচরন করার জন্য জন্য ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবার সুপার লিগে প্রতিশোধ নেয়ার সুযোগ থাকছে শিরোপা প্রত্যাশি আবহনীর। এই ম্যাচে অবশ্য সাকিবকে পাচ্ছেনা মোহামেডা কারণ তাদের সাথে প্রথম পর্ব পর্যন্তই চুক্তি ছিল সাকিব আল হাসানের। আজ ভোরেই আমেরিকার উদ্দ্যেশে দেশ ছেড়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password