প্রথম টি-টোয়েন্টিতে কেন নেই মুশফিক?

প্রথম টি-টোয়েন্টিতে কেন নেই মুশফিক?

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন লিটন দাস। মূলত কাঁধের পুরনো চোটেই প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটসম্যান।

দীর্ঘদিন পর একই সঙ্গে একাদশে তিন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ছাড়া ম্যাচ খেলছে বাংলাদেশ। ২০০৬ সালে শেষবার এই তিনজনকে ছাড়া খেলতে নেমেছিল বাংলাদেশ। এরপর ঘুরে ফিরে তিনজনের কেউ না কেউ একাদশে ছিলেন। এবার অনেকটা নতুনদের নিয়েই লড়াইয়ে নেমেছেন মাহমুদউল্লাহ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো নিজেদের কমেন্ট্রিতে মুশফিকের চোটের বিষয়টি জানিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে বিসিবি মুশফিকের চোটের ব্যাপারে কিছুই জানায়নি। জানা গেছে, কাঁধে নতুন করে চোট পেয়েছেন তিনি।

ওয়েলিংটনে শেষ ওয়ানডেতেই ব্যথা পান মুশফিক। ওই ম্যাচে তাসকিনের একটি বল হেনরি নিকোলসের ব্যাটের কানায় গেলে মুশফিকের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারিতে চলে গিয়েছিল। ডাইভ দিয়ে বল ধরার চেষ্টা করতে গিয়ে কাঁধে আঘাত পান তখনই। এরপর অস্বস্তি নিয়েই কিপিং-ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন মুশফিক।

মন্তব্যসমূহ (০)


Lost Password