ইউরোয় গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

ইউরোয় গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা
MostPlay

একেবারে শেষ দিকে চলে এসেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। বাকি আছে কেবল আর দুটি ম্যাচ, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল। ঘটনাবহুল এবারের ইউরো কাপে তুলনামূলক দুর্বল দলগুলো বাজিমাত করেছে। আসর থেকে আগেই বিদায় নিয়েছে শিরোপা প্রত্যাশী কয়েকটি ফেভারিট দল। একই সঙ্গে ২০২০ ইউরো শেষ হয়েছে তারকা খেলোয়াড়দের অনেকেরই। সে তুলনায় এবার অখ্যাত অনেক খেলোয়াড় আলো কেড়েছেন। আগামী রবিবার রাতে ইতালি ও ইংল্যান্ড নামবে এবারের ইউরোর শিরোপার লড়াইয়ে। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার নিয়েও আর্কষণ রয়েছে দর্শকদের। দর্শকদের মনে প্রশ্ন, কে পাচ্ছেন এবারের আসরের গোল্ডেন বুট?

টুর্নামেন্টের শেষ ষোল থেকে বিদায় নিলেও এখনও গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন পর্তুগীজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনাল থেকে আর খেলতে না পারলেও ৫ গোল করে গোল্ডেন বুট পুরস্কারের জন্য ঠিকই নিজেকে শীর্ষ সারিতে রেখেই বিদায় নিয়েছেন সিআর সেভেন।

রোনালদোর সমান ৫ গোল আছে এবার ইউরোয় বাজিমাত করা চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকের। চেকরা টুর্ণামেন্ট থেকে বিদায় নেয়ার ফলে রোনালদোকে ছাড়িয়ে যাবার কোন সুযোগ নেই তার সামনে। তবে এখনও রোনালদোকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে ৪ গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারিকেনের। ফাইনালে দুটি গোল করতে পারলে হ্যারি কেন ছাড়িয়ে যাবেন রোনালদোকে। এছাড়া বেলজিয়ামের লুকাকু, সুইডেনের ফর্সবার্গ, ফ্রান্সের বেঞ্জেমা ৪টি করে গোল করে বিদায় নিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password