কী ছিলো মৃত্যুশয্যায় ইরফানের শেষ কথা?

কী ছিলো মৃত্যুশয্যায় ইরফানের শেষ কথা?

মানুষ কি তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বুঝতে পারেন? ইরফান খানও কি বুঝতে পেরেছিলেন সময় দ্রুত ফুরিয়ে আসছে? এই প্রশ্নের উত্তর এখন আর জানার উপায় নেই। তবে মৃত্যুকালে এই অভিনেতার শেষ কথা সেই ইঙ্গিত দিচ্ছে।

কোলন ইনফেকশনের কারণে শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি ইরফান খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী সুতপা সিকদার ও দুই সন্তান— বাবিল ও আয়ান খান।

‘বোম্বে টাইমস’ জানিয়েছে, মৃত্যুর আগে ইরফানের কথায় সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষ সময় মাকে স্মরণ করেন এই অভিনেতা। মৃত্যুশয্যায় বলেন, ‘আম্মা আমাকে নিতে এসেছে!’ 

গত শনিবার (২৫ এপ্রিল) এই অভিনেতার মা মারা গেছেন। ভারতের জয়পুরে থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে। তাই বিদায়বেলা মায়ের পাশে থাকতে পারেননি ইরফান। যদিও ‘আনন্দবাজার’সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম দাবি করেছে লকডাউন নয়, ইরফানের অসুস্থতা ছিল এর প্রধান কারণ। ভিডিও কলের মাধ্যমে তিনি মাকে শেষ বিদায় জানিয়েছিলেন।

সপ্তাহ না ঘুরতেই মায়ের কাছে চিরতরে চলে গেলেন এই অভিনেতা।  বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অসুস্থ হওয়ার পর থেকেই বিভিন্ন সময় শারীরিক অবস্থা সম্পর্কে ভক্তদের জানাতেন ইরফান। তার আবেগতাড়িত পোস্ট নাড়া দিতো ভক্তদের মনে। সময় ফুরিয়ে এসেছিল, হয়তো আঁচ করতে পেরেছিলেন ইরফান।

মন্তব্যসমূহ (০)


Lost Password